মাথায় জোড়া লাগানো ছিল দুই যমজ শিশু সাফা ও মারওয়া। তারা কখনোই পরস্পরের মুখ দেখতে পারেনি।
কিন্তু এখন তারা দুটি পৃথক শিশু। এই পথ সহজ ছিল না।
যুক্তরাজ্যের একটি হাসপাতালে সফল অপারেশন শেষে তারা পাকিস্তানে ফিরে গিয়েছে।
কেমন ছিল তাদের আলাদা করার সেই অপারেশন - দেখুন ভিডিওতে।


0 Comments