নাটোরে শিশু চুরির আট দিন পর এক নারীর কাছ থেকে উদ্ধ



 নাটোরে শিশু চুরির আট দিন পর এক নারীর কাছ থেকে উদ্ধ

জানুয়ারী ১, ২০২০




Surfe.be - Banner advertising service

সিসিটিভির ছবিছবির উৎস,POLICE HANDOUT

ছবির ক্যাপশান,

নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়ার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।


নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়ার আট দিন পর দুই মাস বয়সী শিশু তাইয়িব্যাকে উদ্ধার করেছে পুলিশ।


উদ্ধারের পর শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

Surfe.be - Banner advertising service


এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।


গত ২৩শে ডিসেম্বর নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে মায়ের সাথে চিকিৎসা নিতে গেলে চুরি হয় দুই মাস বয়সী শিশু তাইয়িব্যা। এ ঘটনার তার বাবা গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মি. সাহা বলেন, গত ২৩ তারিখ থেকে শিশু তাইয়িব্যাকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম শুরু করে তারা।


নাটোরের পুলিশ এবং গোয়েন্দাদের মিলিতভাবে চারটি দল যৌথভাবে এই উদ্ধার কর্মকাণ্ডে অংশ নেয়।


পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তদন্তের অংশ হিসেবে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুদাসপুর থানার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। সেখান থেকে পাওয়া তথ্য এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে অভিযান চালায় পুলিশ।


বৃহস্পতিবার ভোর রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কালিকাপুর গ্রাম থেকে শিশু তাইয়িব্যাকে উদ্ধার করে পুলিশ।


সংবাদ সম্মেলনে জানানো হয়, যে নারী শিশু তাইয়িব্যাকে চুরি করেছে তারও একটা বাচ্চা হয়েছিল দুই মাস আগে।


কিন্তু বাচ্চা হওয়া নিয়ে স্বামীর অশান্তির কারণে সে তার নিজের বাচ্চাকে অন্য আরেকটি পরিবারে দত্তক দেয়।

Post a Comment

0 Comments